# মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি ||
# যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে-ফলে মোর স্বপ্ন আঁকা
যে দেশের নিল অম্বরে মন মেলেছে পাখা
সারাটি জীবন যে মাটির গানে বক্ষ ভরি ||
# মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি
মোরা নতুন একরতি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি ||
# যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ-স্বর্গের দুয়ার খোলে
সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি ||
এত সুন্দর গান আর কোন ভাষায় আছে কি ?
ReplyDeleteঅসাধারণ গান। শুনলেই মনে অদ্ভুত একটা অনুভূতি হয়।
ReplyDeleteei ganer gitikar ke ?
ReplyDeleteSong writer Gobindo Haldar
ReplyDeleteVery Nice Song
ReplyDeleteঅনেকেই আছেন শুধু বলে থাকেন, হিন্দি গানই ভালো/সেরা। তাদেরকে বলবো নিজের দেশের সংস্কৃতি ভুলে বিদেশি সংস্কৃতিচর্চা বাদ দিন।
ReplyDeleteনিজের দেশকে ভালো বাসুন। নিজের দেশের বাংলা গানকে ভালো বাসুন।
দেশাত্মবোধ এই গানটি অসাধারণ।